নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা অভিযান শুরু করলেন ডিসি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৮:৫৮ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে ডাস্টবিন স্থাপনের মধ্য দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির নতুন উদ্যোগ চালু করেছেন। নগরবাসীর বহুল আলোচিত এই কর্মসূচিকে স্থায়ী ও টেকসই করার লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নেন।

সোমবার (২৫ আগস্ট) ফতুল্লা মার্কেটে ১০০টি নতুন ডাস্টবিন স্থাপনের মাধ্যমে তিনি কর্মসূচির উদ্বোধন করেন। এ অভিযানের মূল স্লোগান ‘নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি- হই সচেতন, রাখি পরিচ্ছন্ন।’

এ সময় ডিসি জাহিদুল আরও বলেন, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ফতুল্লা ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ডাস্টবিন স্থাপন করা হয়। সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে এ ধরনের ১০০টি ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

আমরা যেকোনো ভাবেই হোক এ শহরটিকে পরিষ্কার রাখতে চাই। শহরের প্রতিটি নাগরিকের কাছে আমাদের অনুরোধ এই শহরকে বাঁচাতে হলে অবশ্যই একে পরিষ্কার রাখতে হবে। আমরা আপনাদের পাশে আছি। নাগরিক হিসেবে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, খাল খননের সময় আমরা প্রায় সাড়ে ৩ হাজার ট্রাক ময়লা পরিষ্কার করেছি। কিন্তু পরবর্তীতে অনেকেই আবারও খালে ময়লা ফেলতে শুরু করেছেন। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি, সিটি করপোরেশনের বাইরের প্রতিটি ওয়ার্ডে দুটি করে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে বর্জ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং সংগ্রাহকদের মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।