তাড়াইলে যানজট নিরসনে অভিযান, ব্যবসায়ী-চালকদের জরিমানা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৯:২২ | অনলাইন সংস্করণ
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর বাজারের মূল সড়কে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী।
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় তাড়াইল সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী। অভিযানে সহযোগিতা করেন এসআই নাহিদ হাসানসহ তাড়াইল থানা পুলিশ।
এসময় বাজারের মূল সড়কে কাঁচা বাজার বসানো ও নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে যানজট সৃষ্টি করার অপরাধে সাত জনকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তাড়াইল সদর বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারের রাস্তার ওপর কাঁচা বাজার এবং নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানো ও নামানোর অপরাধে ৫ হাজার ৫০০ টাকা সাতজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
এ সময় জরিমানার পাশাপাশি ব্যবসায়ী ও চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, বাজারের মূল সড়কের মাঝে কাঁচা বাজার ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানো ও নামানো হয়। যার কারণে উপজেলার এই প্রধান বাজারটিতে বিরাট যানজটের সৃষ্টি হয়। এতে করে বাজারে আসা লোকজনের অনেক ভোগান্তি পোহাতে হয়। বাজারে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী ব্যবসায়ী ও চালকদের জরিমানা করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।
