বিজিবির অভিযানে ২ মানব পাচারকারীসহ ৫ অনুপ্রবেশকারী আটক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৬:২৯ | অনলাইন সংস্করণ
ঝিনাইগাতী প্রতিনিধি

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) মঙ্গলবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপি এলাকা থেকে দুই মানব পাচারকারী ও পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন।
আটক মানব পাচারকারীরা হলেন- নালিতাবাড়ী উপজেলার বরুঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) এবং পোড়াগাঁও এলাকার আসমত আলীর ছেলে রাসেল মিয়া (১৬)।
অনুপ্রবেশকারীরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার বোমভাঘ গ্রামের মেলদার শেখের ছেলে শামীম শেখ (২৩), একই গ্রামের হায়দার গাজীর মেয়ে আফসানা খানম (২২), কুলসুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে রুমা বেগম (৩২), মৃত উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিলিনা বিশ্বাস (২৮) এবং তার তিন বছরের ছেলে কাসেম বিশ্বাস।
বিজিবি জানায়, রমজান আলী ও রাসেল মিয়া গত ২৩ আগস্ট রাতে ২০ থেকে ৩০ হাজার টাকা নিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশে সহায়তা করেছিল। পরে নিরাপত্তাহীনতার কারণে তারা পুনরায় মানব পাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে ফেরার চেষ্টা করলে সীমান্ত থেকে আটক হয়।
আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান বলেন, ‘আমরা আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছি।’
