সমুদ্রে ডুবতে থাকা বোট থেকে ৬ জেলে উদ্ধার

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ

কক্সবাজারের শাহপরীর গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় ডুবতে থাকা একটি ফিশিং বোট থেকে ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গত রবিবার (২৪ আগস্ট) এমভি আবুল হাশেম নামের একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ৬ জন জেলেকে নিয়ে সমুদ্রে যায়। সোমবার দুপুরে মাছ ধরে ফেরার পথে প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে বোটটি শাহপরীর গোলারচর এলাকায় ডুবতে শুরু করে। এসময় স্থানীয় এক জেলে মোবাইল ফোনে কোস্ট গার্ডকে খবর দেন।

সংবাদ পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের একটি টিম উদ্ধার অভিযান চালিয়ে ডুবন্ত বোট থেকে ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করে বোটমালিকের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।