দেবহাটায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৭:৩২ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
এ সময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভূমিহীন জনপদ খলিশাখালীতে পুলিশ ক্যাম্প স্থাপন এবং আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
