রোহিঙ্গা প্রতিরোধ কমিটির মানববন্ধন
ইউনিয়নভিত্তিক তালিকা করে সব রোহিঙ্গাকে প্রত্যাবাসনের দাবি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২০:২২ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের সফলতা কামনা করে দ্রুত সকল রোহিঙ্গার প্রত্যাবাসন আশা করছেন কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি। একই সঙ্গে জেলায় ইউনিয়নভিত্তিক নতুন পুরাতন রোহিঙ্গাদের তালিকা করে তাদেরও মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রোহিঙ্গা সংকটের ৮ বছর উপলক্ষ্যে কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, ২০১৭ সালে আট লাখ রোহিঙ্গা আসলেও মূলত বাংলাদেশে রোহিঙ্গা আসা শুরু হয়েছে প্রায় ২৫ বছর আগে । তখন আসা রোহিঙ্গারাও এখনো ফেরত যায়নি। বরং নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। ইতিমধ্যে কক্সবাজারে অন্তত ৪ লাখ রোহিঙ্গা বিভিন্নভাবে এনআইডি, জন্ম নিবন্ধন বা পাসপার্ট করে জমি কিনে, সরকারি খাস এবং বন বিভাগের জমি দখল করে স্থায়ী হয়ে গেছে। কক্সবাজারের অপরাধ প্রবণতা বাড়ার পেছনে ৯০ শতাংশ দায়ী রোহিঙ্গা। শ্রমবাজার দখল, যানজট, সরকারি ভুমি দখল, অপহরণ বানিজ্য সবকিছুতেই রোহিঙ্গারা জড়িত। বর্তমান সরকার ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন করে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।
এছাড়া যে সমস্ত স্থানীয় বাসিন্দা রোহিঙ্গাদের সহায়তা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করারও দাবী জানান বক্তারা।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সভাপতি এইচ এম এরশাদ, খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ হোসাইন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার এম জাবের, রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, সমিতি পাড়ার সমাজ সেবক আলী আহামদ প্রমুখ।
