সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, আহত ৩
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২০:২৮ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের একটি ড্রেনে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে উড়ে গেছে স্ল্যাব। এ ঘটনায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদেও মধ্যে গুরুতর আহত ইসলাম (৫৫) এর নাম জানা গেলেও তাৎক্ষনিক আহত দুই নারীর নাম জানা যায়নি।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সিআই খোলা বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের ৫ ইঞ্চি পুরু স্ল্যাবগুলো উপরের দিকে ছিটকে যায়, চারপাশে ছড়িয়ে পড়ে ধুলো ও ধোঁয়া। হঠাৎ এ বিস্ফোরণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, দোকানে বসে ছিলাম, হঠাৎ করেই বিকট শব্দ শুনি। দেখি ড্রেনের স্ল্যাবগুলো উপরের দিকে উড়ছে। আশপাশের ভবন কেঁপে ওঠে। মুহূর্তেই মানুষজন দৌড়ে বের হয়ে আসে। এ ঘটনায় নূর ইসলাম গুরুতর আহত হন। এছাড়া আরও দুই নারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিস্ফোরণের সময় বাজার এলাকায় ভিড় কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে আতঙ্কে অনেকেই নিরাপদ স্থানে সরে যান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল বলেন, প্রতি বছর নিয়মিত ড্রেন পরিষ্কার করা হলেও কোথাও কোথাও গ্যাস জমে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, সঠিকভাবে পরিষ্কার না হওয়াতেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে এটি গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
