রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা সরকার পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় ৫০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী সড়ক পরিবহণ মালিক গ্রুপের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কে বা কাহারা আগুন দিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
সরকার পরিবহনের সুপারভাইজার শাহিন জানান, প্রতিদিন ট্রিপ শেষে তাদের বাসগুলো মালিক সমিতির অফিসের সামনে ও স্টাফ কোয়ার্টারের ভেতরে পার্কিং করে রাখা হয়। এর মধ্যে রাজবাড়ী ব-১১-০০৭০ রেজিস্ট্রেশনের বাসটি প্রায় ১০-১৫ দিন ধরে স্টাফ কোয়ার্টারের ভেতরে রাখা ছিল।
তিনি আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত এক ব্যক্তি আমাদের ফোন দিয়ে জানায়, স্টাফ কোয়ার্টারে রাখা বাসটিতে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বাসটির অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে। সকালে আমরা মেরামতের জন্য শ্রীপুর টার্মিনালে নিয়ে যাই। আমাদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
