কমলগঞ্জে এক রাতে দুই বাড়ি থেকে ৪ গরু চুরি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২০:১৫ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের দক্ষিণ ধুপাটিলা গ্রামে পাশাপাশি দু’টি বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে জুবায়েল আহমদের একটি গাভি ও মুহিবুর রহমানের গাভিসহ তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টির সময় দক্ষিণ ধুপাটিলা গ্রামের জুবায়েল আহমদের বাড়ির গোয়ালঘর থেকে একটি গাভি এবং পার্শ্ববর্তী বাড়ির মুহিবুর রহমানের গোয়ালঘর থেকে একটি গাভি, একটি ডেকা বাছুর ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। এতে দুই পরিবারের কমপক্ষে দুই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও গত সপ্তাহে ফুলবাড়ি চা বাগান থেকেও দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।

জুবায়েল আহমদ বলেন, আমাদের পালিত গরুগুলো চুরি হওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। চারটি গরুর মূল্য প্রায় দুই লক্ষ টাকা হবে।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, খবর পেয়ে সরেজমিনে দু’টি বাড়িতে গিয়ে বিস্তারিত শুনেছি। চুরি হওয়া গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।