ঘাস চাষে খামারীদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২১:১২ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে গরুর খামারীদের ঘাস চাষে উৎসাহিত করতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও টেকসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এই কর্মশালার আয়োজন করে।

গত ২৬ ও ২৭ আগস্ট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক ও প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মালেক সরকারও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের গবাদিপশু পালন, খাদ্যাভ্যাস, খাদ্যের পুষ্টিমান, উন্নত জাতের ঘাস উৎপাদন পদ্ধতি, দীর্ঘমেয়াদে ঘাস সংরক্ষণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ, পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।