পীরগঞ্জে মাদক ও জুয়া নির্মূলে যৌথ বাহিনীর অভিযান
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে মাদক ও অনলাইনে জুয়া নির্মূলে যৌথ বাহিনীর সাড়াঁসী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের কারণে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে অপরাধীরা। অপরদিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ অভিযানকে স্বাগত জানিয়ে যৌথ অভিযানের প্রশংসা করেছেন।
যৌথ বাহিনীর চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্ত, ৭২ পদাতিক ব্রিগেড এর ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার বড়দরগা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গোলশেনারা বেগম (৩৬) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৩৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ পুরিয়া হিরোইন, ১টি মোবাইল ও নগদ ৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করে।
এর আগে যৌথ বাহিনী অপর এক অভিযানে পীরগঞ্জ উপজেলা সদর বাজারে অনলাইন জুয়া খেলার অপরাধে আন্তর আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত অন্তর আলী (৩৮) গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রাশেদ মিয়া ওরফে তুরু মিয়ার পুত্র।
সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আন্তর আলীর মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট থেকে গত এক সপ্তাহে ৫ লক্ষ ৫০ হাজার টাকা লেনদেন করা হয়েছে, যা অনলাইন জুয়ার সাথে সম্পর্কযুক্ত।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও তাদের কোর্টে প্রেরণ করা হচ্ছে।
