বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সিরাজগঞ্জে উপ-কমিটি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিশেষ সভায় বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

বুধবার রাতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কনফারেন্স রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় জেলা বিএনপি নেতা আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, ডা. আবদুল লতিফ, রকিবুল হাসান রতন, আবদুল কাদের, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, ভিপি শামীম খান, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান, মাজেদুল হক তালুকদার রতন, মিলন ইসলাম খান, আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, তানভীর মাহমুদ পলাশ, শেখ মোহাম্মদ এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে অর্থ কমিটি, শৃঙ্খলা কমিটি, মিডিয়া কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।