বরগুনায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বরগুনায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন আফাত রানা।

কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, জেলা মৎস্য কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রোগ্রাম ম্যানেজার প্রমুখ।