সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এই কর্মসূচি পালন করে।

এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাবি শাখা প্রকৌশল অধিকার আন্দোলনের মুখ্য সংগঠক সিফাত আবু সালেহ বলেন, লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অথচ আমরা বারবার স্মারকলিপি জমা দিলেও কোনো সাড়া মেলেনি।