ফরিদপুরে জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৩৩ | অনলাইন সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সড়কের পাশের জঙ্গল থেকে ফেলে রাখা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের কুমার নদ সংলগ্ন সড়কের পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। দূর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশে দূর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী খুঁজতে থাকে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৫ টার দিকে লাশটি পড়ে থাকতে দেখা যায়। লাশটির পরনে কালো কোর্ট ও কালো প্যান্ট রয়েছে। তাঁর হাত-পা রশি দিয়ে ও গামছা দিয়ে চোখ বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে উপুড় করে রাখা ছিল। এছাড়া পঁচে মুখের কঙ্কাল বের হয়ে পড়েছে এবং পোঁকায় ঘিরে ধরা ছিল।
সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ফেলে রাখা হয়েছে এবং অর্ধগলিত থাকায় পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
