মৌলভীবাজারে সাড়ে সাত কিলোমিটার সামার রান অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৯:২৪ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

পাওয়ার পালস এরিনা এবং মৌলভীবাজার অ্যাথলেটিক অ্যান্ড কাবাডি একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার শহরে অনুষ্ঠিত হলো সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের সামার রান। দেশের বিভিন্ন জেলা থেকে দুইশতাধিক দৌড়বিদ এতে অংশ নেন।
দৌড়টি ভোরে শহরের পৌরসভা মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে কালেঙ্গা এলাকা ঘুরে নির্ধারিত ফিনিশিং পয়েন্টে শেষ হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে ফিটনেস ও খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখা এবং সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
দৌড়ের রুট পরিকল্পিত ছিল। ২ কিলোমিটার পর রাখা হয় হাইড্রেশন পয়েন্ট, যেখানে অংশগ্রহণকারীরা পানি পান ও শক্তি সঞ্চয় করতে পারছিলেন। ৩.৭৫ কিলোমিটার বা অর্ধ পথে ছিল ইউটার্ন পয়েন্ট। ফিনিশিং লাইনে প্রতিটি দৌড়বিদকে ২৫০ মিলিলিটার পানি ও তোয়ালে প্রদান করা হয়।
দৌড় শেষে সকাল ৮টায় আয়োজিত হলো পুরস্কার বিতরণ ও আলোচনা সভা, যেখানে জেলার গন্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরুষ ও নারী মিলিয়ে ৬ জন বিজয়ীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এই আয়োজনকে কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং সুস্থ জীবনযাপন, ইতিবাচক ক্রীড়া মনোভাব ও সামাজিক সম্প্রীতির উৎসব হিসেবে উদযাপন করা হয়েছে।
