ফরিদপুরে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের ৫ দিন পর বিলের মধ্যে থেকে উজ্জল মোল্লা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত উজ্জল মোল্লার বাড়ি ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নুরপুর গ্রামের, মৃত বাহাদুর মোল্লার ছেলে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামে বিলের মধ্যে আক্কাস শেখের পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংমিস্ত্রি উজ্জল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে ছিলেন। মাদক সেবন করতে প্রায়ই আক্কাস শেখের পরিত্যক্ত বাড়িতে যেতেন এবং মাঝে মাঝে ওই বাড়িতে রাতযাপন করতেন। গত ৫-৬ দিন ধরে উজ্জল নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে আক্কাস শেখ নৌকা নিয়ে পরিত্যক্ত বাড়িতে গেলে ঘরের মধ্যে লাশ দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ভাঙ্গা পৌর এলাকার একটি বিলের মধ্যে একটি পরিত্যক্ত ঘরে একটি লাশ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করতে পুলিশের একটি টিম ওসি সহ ঘটনাস্থল পরিদর্শন করি। পচা-গলা লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উজ্জল মাদকাসক্ত ছিলেন এবং চুরিসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। বাড়িতেও নিয়মিত যেতেন না। মাদক সেবনের কারণে মৃত্যুর সম্ভাবনা রয়েছে।