বেগমগঞ্জে দুই কর্মীকে গুলি, দুর্বৃত্তদের গ্রেপ্তার দাবিতে মিছিল

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২১:২৩ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে জামায়াতের দুই কর্মীকে গুলির ঘটনায় দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে গোপালপুর বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে ইউনিয়ন সভাপতি মাস্টার আবু তাহেরের নেতৃত্বে ও সেক্রেটারি আবদুল আউয়াল খানের পরিচালনায় বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নুর নবী, যুব ইউনিটের সভাপতি মাহবুবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলা উদ্দিন মামুন, পেশাজীবী নেতা নুর উদ্দিন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মাস্টার আবু তাহের বলেন, বিনা উসকানিতে শালিসের নামে ডেকে নিয়ে দুইজন জামায়াত কর্মীকে গুলিবিদ্ধ করার ঘটনায় মামলা হলেও প্রশাসন এখনো কোন আসামিকে গ্রেপ্তার করেনি। এটা হতাশাজনক। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক সংগঠন ও আমরা আইনের শাসনে বিশ্বাসী। প্রশাসনকে বারবার অস্ত্র উদ্ধারের জন্য বলা হলেও প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। ফলে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। আমরা অনতিবিলম্বে জামায়াত কর্মীদের উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলটি গোপাল প্রাইমারি স্কুলের সামনে থেকে শুরু হয়ে গোপালপুর বাজার প্রদক্ষিণ করে পূর্ব বাজার মসজিদের সামনে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।