ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:৪৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা গণমাধ্যমকে জানান, শনিবার সকালে ফরিদপুর থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে এলাকায় পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় পেছনে থাকা আরও ৩টি বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসগুলোর ২৫ জন যাত্রী আহত হয়।
এদিকে, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান এবং যান চলাচল স্বাভাবিক করেন।
