কিশোরগঞ্জে খাদ্যে ভেজালের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২০:৩৬ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনের আওতায় বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলার ৪ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে খাদ্য আদালত।

শনিবার (৩০ আগস্ট) পরিচালিত এ অভিযানে জেলার এসব ব্যবসা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হয়েছে এবং অননুমোদিত রং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

জেলার বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) এ অভিযান চলে। 

আদালত সূত্র জানিয়েছে, এ অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে অবস্থিত তাসিন ফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অননুমোদিত রং জব্দ করে ধ্বংস করা হয়েছে।

কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে অবস্থিত চাঁদ ফুড প্রোডাক্টসকেও অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রং ব্যবহার এবং নিরাপদ খাদ্য আইনের অন্যান্য ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে অননুমোদিত রং জব্দ ও ধ্বংস করা হয়েছে। 

পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাজারের সোনার মদিনা ফুড প্রোডাক্টসকে অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের হোযাইফা বেকারিকে পচা ডিম ব্যবহার, অননুমোদিত রং ব্যবহার এবং অন্যান্য অপরাধের দায়ে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও পুলিশ, র‍্যাব এবং আনসার সদস্যরা সহযোগিতা করেছেন।