ভাঙ্গা উপজেলা বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২১:৩০ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি শনিবার ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপন স্বাক্ষরিত কমিটিতে আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমকে পুনরায় সভাপতি এবং আইয়ুব মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এমওএম তৈমুর লং, বিটু মুন্সী ও মাসুদ রানা আজিমকে জৈষ্ঠ্যতার ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, শাহারিয়া ইসলাম শায়লা, মোস্তফা কামাল, এডভোকেট রুহুল আমিন, বিল্লাল কাজী, অহিদ চৌধুরী, মিজানুর মুন্সী ও ফারুকুজামান ছোট্টু সিনিয়র নেতাদের সহসভাপতি করা হয়েছে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ জুন জেলা আহবায়ক কমিটি ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন। ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটি হিসেবে ডা. এমএ ওয়াদুদ আহ্বায়ক ও জাকির হোসেন সদস্য সচিব ঘোষণা করা হয়েছিল।

পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠনের দুই মাস পর ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভাঙ্গা উপজেলা বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। নবাগত কমিটিতে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান ও জেলা বিএনপির সমন্বয়ে সুন্দর কমিটি গঠনের জন্য ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত জাতীয়তাবাদী দলের ভাঙ্গা উপজেলায় পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির আস্থার কান্ডারী বাবুল খানকেও ধন্যবাদ জানিয়েছেন।