নুরের উপর হামলা, কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের বিক্ষোভ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২১:৪৬ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ অর্ধশতাধিক নেতাকর্মীর উপর সেনা, পুলিশ এবং ফ্যাসিস্ট দোসর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা শাখার গণ অধিকার পরিষদের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শাপলা চত্তরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এনসিপির মুখ্য সংগঠক মুকুল মিয়া, সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বাবলু, সহ-সভাপতি আব্দুল্লাহ, কুড়িগ্রাম সদর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার প্রমুখ।
কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, আমাদের প্রধান নেতা নুরুল হক নূরের উপর হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
