নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা থানার শিয়াচর বড়বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফতুল্লা থানার শিয়াচর বড়বাড়ী এলাকার আমির হোসেনের স্ত্রী রোকছানা (৫০) ও মেয়ে লামিয়া (২২)।

স্থানীয়রা জানান, বাড়ির পিছনে জমে থাকা পানি সেচার জন্য একটি মটর লাগানো হয়েছিল।

শনিবার রাত সাড়ে সাতটার দিকে রোকছানা বেগম নিজ ঘরের বিদ্যুত দিয়ে সেই মটর চালু করতে গেলে বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেরে মাকে বাঁচাতে এগিয়ে আসে তার মেয়ে লামিয়া। তখন লামিয়াও বিদ্যুতায়িত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। মা-মেয়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মা-মেয়ের মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে।