সিরাজগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৯:৫০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

উত্তরবঙ্গের প্রধান নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে বিএনপির চাঁদাবাজির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে বাঘাবাড়ি নৌ-বন্দর এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। এতে মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা বলেন, শনিবার রাতে বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন অফিসে চাঁদার দাবিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কারের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি।
অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিএনপি নেতা আজিজুর রহমান আনিছ বলেন, বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে না। চাঁদাবাজি করে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নেতারা। এ ঘটনা ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবী করেন।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীর চাঁদাবাজির অভিযোগ এনে তারা এ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং আন্দোলনরত ট্যাংক লরির শ্রমিকদের সাথে কথা বললে তারা এ কর্মসূচি প্রত্যাহার করেন। এতে প্রায় ৪ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাদেরকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
