পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে যৌথ বাহিনী ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আ. মান্নান এন পুত্র নাজমুল হোসেন (৪২)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও অবৈধ বিড়ি সাদৃশ্য মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রবিবার দিবাগত রাতে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক.) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর ২০ সদস্য ও পুলিশের ৬ সদস্য যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে নাজমুল হোসেনকে মাদক বিক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ১২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ৭২০ টাকা, ২টি মোবাইল ফোন, ওজন পরিমাপের ১টি যন্ত্র, ১৭ হাজার পিস অবৈধ বিড়ি ও বিড়ি-সিগারেট তৈরির সরঞ্জাম।

এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং সোমবার নাজমুল হোসেনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।