নারায়ণগঞ্জে মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৫ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের পাইনাদি এলাকায় দশতলা সংলগ্ন বেঙ্গল মোড় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের আব্দুল কুদ্দুস শরীয়তপুর জেলার সখিপুর থানার কাদিরগঞ্জ গ্রামের আব্দুল ওকিল মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর সাততলা মানিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে একটি গণপরিবহন ঢাকাগামী মেইন লেনে অটোরিকশা চালাচ্ছিলেন। এসময় উল্টো দিক থেকে আসা দুটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে তিনি ডান দিকে চলে যান। ঠিক তখনই ঢাকামুখী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।