ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৯ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ারে আলম।

নিহতরা শিশুরা হলেন— আয়েশা সিদ্দিকা (৪),  ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার গ্রামের আহসান উদ্দীনের মেয়ে এবং জান্নাতুল সাউদা (৪) রহিমানপুর  কৃষ্ণপুর গ্রামের জাহিদ আলীর ছেলে। তারা জুনে মামাতো ও ফুপাতো বোন।

পুলিশ জানায়, শিশু দুটি সকাল থেকেই এক সাথে খেলাধুলা করছিল। কিন্তু পৌনে ১২ টির পর থেকে তাদের কোনো খোঁজ মিলছিল না। পরে বাড়ির চার পাশে খুঁজতে থাকে। এক পর্যায় বাড়ির পাশে একটি পুকুরে বাচ্চা দুটির জুতা পানিতে ভাসতে থাকে। পরে পুকুরে নেমে প্রথমে একটি শিশুর দেহ হাতে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এর প্রায় ১০ মিনিট পর অপর শিশুকে পাওয়া যায়। পরে তাকেও উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ারে আলম বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে পরিবারের সদস্যদের কাছে জানতে পারি দুপুরের পর থেকে দুই শিশুকে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় দুটি পৃথক ইউডি মামলা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।