রামুতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪১ | অনলাইন সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানির ছড়া মামুনের বাজার এলাকা থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার (১ সেপ্টেম্বর) র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, অভিযানের সময় মোস্তফা কামালের মুদি দোকানের সামনে সন্দেহভাজন এক ব্যক্তি প্লাস্টিকের সাদা বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে বস্তার ভেতর থেকে ৫টি বান্ডিলে মোড়ানো ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম সাইমন উদ্দিন (২৭)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চান্দুরপাড়া এলাকার আবু মুসলিমের ছেলে।
র্যাব জানায়, সাইমন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রি করছিল।
আটক আসামি ও জব্দকৃত গাঁজার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-১৫।
