ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরের রামসাগরে মৎস্য অবমুক্তকরণে জেলা প্রশাসক 

দিনাজপুরের রামসাগরে মৎস্য অবমুক্তকরণে জেলা প্রশাসক 

জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক রামসাগর দিঘীতে বিভিন্ন জাতের ১৭ মন মাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক রামসাগর দিঘীতে আয়োজিত মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা তারেকুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, আগামী ৫ বছরের জন্য রুই, কাতলা, সিলভার কার্প সহ নানা প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে ঐতিহ্যবাহী রামসাগরে। প্রতিবছর দূরদূরান্ত থেকে সৌখিন মাছ শিকারীরা এখানে হুইলের মাধ্যমে মাছ ধরতে আসেন। তাদের কথা বিবেচনা করে এবং স্থানীয়দের চাহিদা পূরণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার মাছ অবমুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসক,মৎস্য অবমুক্তকরণ,দিনাজপুরের রামসাগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত