ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পেল বোয়ালমারীর সাতৈর

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫১ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর জেলার ৮১টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ।

সোমবার (১ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলার ৮১টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানানো হয়, গ্রাম আদালত হলো বিচার ব্যবস্থার ক্ষুদ্রতম বা নিম্নস্তর, যা আইন ও সংবিধান স্বীকৃত। এ আদালতে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি করা হয়, স্বল্প খরচে ও দ্রুত বিচার নিশ্চিত করা হয়। সালিশি বা মীমাংসার মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির কারণে জনগণ সহজে ন্যায়বিচার পেয়ে থাকে।

সাতৈর ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত গ্রাম আদালত প্রাথমিক শুনানির পর মামলার বিচার্য বিষয় নির্ধারণ করে। এই কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়সংগত হওয়ায় সাতৈর ইউনিয়ন শ্রেষ্ঠ ইউনিয়নের সম্মাননা অর্জন করতে পেরেছে। চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর নেতৃত্বকে এর পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

সাতৈর ইউনিয়নের বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, এ সম্মাননা আমাদের জন্য গর্বের বিষয়। ইউনিয়নটিকে একটি আদর্শিক সেবাধর্মী জনপদে রূপান্তর করার জন্য চেয়ারম্যানের প্রতি আমরা কৃতজ্ঞ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, সাতৈর একটি সুপ্রাচীন ঐতিহাসিক জনপদ। একে একটি আদর্শ সেবাধর্মী জনপদে রূপান্তর করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী জানান, ফরিদপুরের ৯টি উপজেলার ৮১টি ইউনিয়নকে পিছনে ফেলে সাতৈর ইউনিয়ন এই স্বীকৃতি অর্জন করেছে।