কুড়িগ্রামে যোগ্যতার ভিত্তিতে ২৯ জনকে পুলিশে নিয়োগ  

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫-এর ধারাবাহিকতায় গত ১০ থেকে ১২ আগস্ট মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় দুই হাজার প্রার্থী। তাদের মধ্যে বিভিন্ন ইভেন্টে কৃতকার্য হন ৩৯০ জন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা গত ২৩ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন। এতে উত্তীর্ণ ৫৬ জনের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে মোট ২৯ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

এর আগে, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান দুই দফা নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করেন। তারই ধারাবাহিকতায় এবারও শতভাগ সচ্ছতার সাথে ২৯ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।