নালিতাবাড়ীতে বিএনপি’র সম্মেলনে ক্লিন ইমেজের কমিটি দাবি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২ | অনলাইন সংস্করণ

  শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, শহর এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে পরিচ্ছন্ন, ক্লিন ইমেজ ও ত্যাগীদের মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদা, বাঘবেড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মরিচপুরান ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শহর বিএনপি’র ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।