মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৭টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ডের অদূরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত হন আরও দুই যাত্রী।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার বাসিন্দা আব্দুল মান্নান (২৩) এবং হরিরামপুর উপজেলার মো. মনির হোসেন (৬০)।
আহতদের মধ্যে, মহসিন (৩২) নামের একজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পাবনার সাথিয়া উপজেলার বাসিন্দা শাহজাহান আলীকে (৬০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
