ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক 

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক 

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের রুদ্রপুর পশ্চিম পাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে বাংলাদেশি ৬৮৫ টাকা, ভারতীয় ১৭৪০ রুপি এবং ০৩ টি মোবাইল ফোন (স্মার্টফোন-০২ টি এবং বাটন-০১ টি) জব্দ করা হয়।

আটকরা হলেন—যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত পাগল চাঁদের ছেলে খোকন বিশ্বাস (৫৬), একই জেলার কামালপুর গ্রামের আশুতোষ গনেশের ছেলে অসীম কুমার দত্ত (৫০) ও খুলনা জেলা সদর উপজেলার স্যার ইকবাল রোড সড়ক এলাকার হরিপদ ঘোষের ছেলে উমা প্রসাদ ঘোষ (৫৬)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্ম্মাদ খুরশীদ আনোয়ার (পিবিজিএম পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে অবৈধ পথে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করবে। এমন গোপন খবরে বিজিবির একটি চৌকস অভিযানিক দল রুদ্রপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন বাংলাদেশিকে আটক করে।

আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে মালামালসহ মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক আরও জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত প্রেষণা প্রদান করা হচ্ছে।

ভারত,অবৈধ অনুপ্রবেশ,বাংলাদেশি,আটক,বিজিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত