
নিষিদ্ধ সংঘটন আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতি মোহাম্মদ কাইয়ুমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাইয়ুম, একই এলাকার এলাকার মো. শরীফের ছেলে।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, পুলিশের এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ১১ আগস্ট রাতে নগরের বন্দর থানার ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগের মিছিল শেষে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন এসআই আবু সাঈদ রানা। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।