গাছে উঠে উদ্ধার হলো ১০ ফুট দৈর্ঘ্যের অজগর
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকায় ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে উঠে পড়ে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় শতশত মানুষ।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে গ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে সাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় সাপটিকে দেখতে পায় এক শিশু। সে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
এসময় স্থানীয়দের সোরগোলে ভয় পেয়ে অজগরটি গাছের প্রায় ১২ থেকে ১৫ ফুট ওপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটি গাছে উঠেছে এমন খবর ছড়িয়ে পড়লে নারী-পুরুষ-শিশুসহ শতশত মানুষ তা দেখতে ভিড় করে।
এলাকাবাসীর ধারণা, আশপাশে বনজঙ্গল না থাকলেও বর্ষার সময় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে অজগরটি এখানে চলে আসতে পারে।
খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের সহযোগিতায় সেটিকে বস্তায় ভরে বন অফিসে নিয়ে যাওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, আলোচনা শেষে অজগরটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, এই এলাকায় আগে কখনো অজগর দেখা যায়নি। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। হয়তো পাশের ধরলা নদী থেকে এটি এসেছে।
বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানান, খবর পেয়ে আমরা সাপটিকে উদ্ধার করে অফিসে নিয়ে এসেছি। নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।
গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা অজগরটিকে উদ্ধার করেছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং বয়স আনুমানিক ১০ বছর হতে পারে। আমরা কুড়িগ্রামে বন্যপ্রাণী উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করছি।
