সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট কাশেমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
তিনি নওগাঁর বদলগাছী উপজেলার চকমথুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
র্যাব-১২ মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
