ডায়াগনস্টিক সেন্টারে দূর্ধর্ষ চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় নাগরিকরা আতঙ্কিত। বিভিন্ন ভুক্তভোগী জানিয়েছেন, থানায় অভিযোগ বা মামলা করলে তা তদন্তকারীর কাছে আটকে পড়ে, যার ফলে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় চোরদের হাত থেকে সুরক্ষা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুরের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এবার সেই সতর্কতার প্রমাণ মিলেছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিপরীত পার্শ্বে, চাঁদপুর কালেক্টর মসজিদ সংলগ্ন ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে চোরের দল প্রতিষ্ঠানটির পিছনের বারান্দার গ্রিলের তালা ভেঙে প্রবেশ করে।

পরদিন সকালে স্টাফ মঞ্জু রাণী দাস যখন ডায়াগনস্টিক খুললেন, তখন দেখতে পান সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং অনেক যন্ত্রপাতি ও সরঞ্জাম নিখোঁজ।

মালিক কামরুজ্জামান জানান, বুধবার বিকেলে তারা ডায়াগনস্টিক বন্ধ করে বাসায় চলে যান। পরদিন চুরি হওয়া মালামাল পর্যবেক্ষণ করে দেখা যায়, চোর চক্র বাইয়োকেমিস্ট্রি, ইসিজি, রোটারেটর, মাইক্রোপিপেট, রি-এজেন্ট মেশিন, কম্পিউটার, এলইডি স্মার্ট টিভি, স্ট্যান্ড ফ্যান ও বাটন ফোন চুরি করেছে। এসবের আনুমানিক মূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং নগদ ৩৪ হাজার টাকা লুটে নেওয়া হয়েছে।

মডেল থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মালিকের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার নির্দেশে তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।