হাজীগঞ্জে শপিং সেন্টার উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মমিনুল

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে রাজস্থান শপিং সেন্টার উদ্বোধন করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক। হাজীগঞ্জ মধ্যবাজারে স্বাচ্ছন্দ্যময় কেনাকাটা ও ক্রেতাদের সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য সরবরাহের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে রাজস্থান শপিং সেন্টার।

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ মধ্যবাজার বড় মসজিদের বিপরীতে নবনির্মিত শপিং সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহারাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর শেখ, কানু পাটোয়ারী, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. জিয়া, পরিচালক হাজী বাবুল ও আয়োজক আলী আহমদ। তারা জানান, রাজস্থান শপিং সেন্টার সব শ্রেণীর মানুষের জন্য প্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে সরবরাহ করবে। সবাইকে শপিং সেন্টারে আসার আহ্বান জানানো হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও ক্রেতাবৃন্দ উপস্থিত ছিলেন।