চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৮ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের (রেজিঃনং বি ১৭৬৫) আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব চাঁদপুর কোট স্টেশনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রেলওয়ে প্লাটফর্ম মাস্টার সোয়াইবুল সিকদার।

অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক ও কর্মচারী দল চাঁদপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম হাবিব উল্যাহ খান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক মারুফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুর ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, মুক্তিযুদ্ধের প্রজম্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, চাঁদপুর জজ কোটের অ্যাডভোকেট রইছুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি শাহনুর বেপারী শানু প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মো. সফিকুল ইসলাম।

এর পূর্বে বাদ আছর, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পথচারিদের মাঝে মিষ্টি, পায়েশ, বাতাসা ও পিঠা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মারুফ হোসেন। এসময় প্রায় ৫ শতাধিক পথচারির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও উপস্থিত ছিলেন আশেকে রাসূল মো. সাইদুজ্জামান শিপন, জসিম উদ্দিন, সাহাবউদ্দিন, আল আমিন, রবিউল, সম্রাট, মনির হোসেন সহ আরো অনেকে।