বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসাবে নেতৃত্ব দেন বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়।

প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে কয়েক হাজার নেতাকর্মী গণমিছিলে অংশগ্রহণ করে এবং হাজীগঞ্জ পশ্চিম বাজার দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষ হয়।

মিছিলের সময় প্রধান অতিথি লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। শহীদ জিয়ার গড়া বিএনপি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে টিকে আছে। শহীদ জিয়ার আদর্শ অনুযায়ী আগামির নতুন বাংলাদেশ পরিচালিত হবে। আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের অনুভূতি নিয়ে সব সময় কাজ করে। জনগণ আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।

তিনি আরও বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তরুণ প্রজন্মের ভোটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ধানের শীষ প্রতীকে ভোট দিবে। স্বৈরাচারী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার দাবি করলেও, বিগত ১৬ বছরে মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জেলহাজতে পাঠানো হয়েছে।

লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের বন্ধু। আগামি দিনে দল সরকারের সঙ্গে যুক্ত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে চায়। দলের কিছু লোভী নেতার উদ্দেশ্যে তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজ বা জুলুমবাজ রাজনীতি করবেন না।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. রহিম পাটওয়ারীর সঞ্চালনায় মিছিলে উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দসহ প্রায় ২০ হাজার নেতা, কর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন।