কিশোরগঞ্জে থানার সামনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০২ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে সালিশি বৈঠকে দুই পক্ষের বাকবিতণ্ডার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

নিহত মজনু মিয়া (৩০) উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। পেশায় তিনি মুদি দোকানি ছিলেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, করিমগঞ্জের জয়কা এলাকার তোতা মিয়া ও ইসলাম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গেলো সপ্তাহে ইসলাম উদ্দিনের লোকজন তোতা মিয়ার পক্ষের বাড়িঘর ভাঙচুর করলে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে করিমগঞ্জ থানার এসআই আব্দুল আলীম এলাকার গণ্যমান্যদের নিয়ে উভয় পক্ষকে শুক্রবার থানায় ডাকেন। শুক্রবার বিকালে থানার সামনে চায়ের দোকানে সালিশ চলাকালে বাকবিতণ্ডাতে জড়ায় উভয়পক্ষ। এ সময় প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মজনু মিয়া। স্থানীয়রা দ্রুত তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মুর্শেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।