জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা: কাদের সিদ্দিকী

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

“জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে, কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা।”

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার খান মার্কেটে দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা বলেন। 

তিনি আরও বলেন, “আমরা আওয়ামী লীগ চাই না, জয়বাংলা চাই— আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই।”

কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবে, আমরা তাদের সাথেই আছি।”

তারেক জিয়ার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, তারেক জিয়া আমাকে চাচা বলে খুব সম্মান করে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারেক জিয়ার একটি কথাও আমার পছন্দ হয়নি। কিন্তু এখন একটি কথাও আমার অপছন্দ না।

সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আ. ছবুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন— গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুর রহমান, উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম সাফি প্রমুখ।