সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, মা-বাবাসহ আহত ৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় শিশু তাসকিন বাবুর (৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর মা-বাবা ও বোন গুরুতর আহত হয়েছে।

শিশু তাসকিন বগুড়ার শেরপুর উপজেলার শালফা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

এ কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার বিকেলে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় পরিবার নিয়ে মোটর সাইকেলযোগে বেড়াতে এসেছিলেন শরিফুল ইসলাম। ওইদিন সন্ধ্যায় তারা বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে পেছন থেকে বালুবাহী ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশু মারা যায় এবং মা বাবাসহ ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত ওই ৩ জনকে উদ্ধার করে প্রথমে কাজিপুর সদর হাসপাতালে ভর্তি করে এবং ওইদিন মধ্যরাতে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মা মুন্নির অবস্থা আশংকাজনক।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বালুবাহী ট্রাক পুড়িয়ে দিয়েছে। পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত ওই শিশুর লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।