বিচারপতিও আদালত অবমাননার ঊর্ধ্বে নয় : অ্যাটর্নি জেনারেল

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন, প্রধান বিচারপতিও আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) ঊর্ধ্বে নন।

শনিবার নোয়াখালী জেলা আইনজীবী সমিতির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতে গেলে ন্যায়বিচার পাওয়া যাবে না— কোনো বিচারকের এমন আচরণের কারণে যদি বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়, তবে সেই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতে পারে, কিন্তু বিচারকদের বিরুদ্ধে হয় না কেন? তিনি জানান, প্রধান বিচারপতিকে তিনি পরামর্শ দিয়েছিলেন যেন বিচারকদের মনে করিয়ে দেন—দেশের প্রায় ৮০ হাজার আইনজীবী আদালতের কর্মকর্তা, তাঁদের সঙ্গে কোনো বিচারক দুর্ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে তিনি প্রধান বিচারপতিকে সতর্ক করে বলেন, “আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।”

অ্যাটর্নি জেনারেল উদাহরণ টেনে বলেন, সাবেক বিচারপতি খায়রুল হক, সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মানিকের আচরণ দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের অনাস্থা তৈরি করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ধরনের বিচার ব্যবস্থা উপস্থাপন করা হয়েছিল, তা ছিল জনগণের কাছে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, এখন থেকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া শুরু হওয়া জরুরি। দুর্নীতির বিরুদ্ধে থেকে আইনজীবীদের স্বার্থরক্ষায় তাঁরা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবেন বলেও আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, নোয়াখালী বাংলাদেশের একটি সম্পদশালী জেলা। এখানকার আইনজীবীরা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের কাছ থেকে শিখেছেন কিভাবে আইনি প্রক্রিয়ায় লড়াই করতে হয়।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমির হোসাইন বুলবুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

এর আগে এটর্নি জেনারেল আসাদুজ্জামান নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 
দুপুরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন।

বিকেলে কোম্পানীগঞ্জের মানিকপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত ও দোয়া মুনাজাত করেন।