নূরাল পাগল ইস্যুতে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২ | অনলাইন সংস্করণ
কামাল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলের দরবারে হামলা নিয়ন্ত্রণের সময় গোয়ালন্দ আনসার ক্লাব চত্বরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—উজান ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার লাল মিয়া মৃধার ছেলে ও গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, দিরাজতুল্লাহ মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ মৃধা, পৌর শহরের দেওয়ানপাড়ার আবজাল সরদারের ছেলে শাফিন সরদার, একই এলাকার জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি এবং কাজীপাড়ার আরিফ কাজীর ছেলে কাজী অপু।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়।
ওসি রাকিবুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজ শেষে আনসার ক্লাব চত্বরে তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের ওপর ও প্রশাসনের গাড়িতে হামলা চালায়। পরে তারা নূরাল পাগলের দরবার শরীফে হামলা চালিয়ে কয়েকটি ভবনে অগ্নিসংযোগ করে। সংঘর্ষে নিহত হন রাসেল মোল্লা নামে এক ব্যক্তি।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের হামলার সময়কার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয়েছে। হামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মারা যান নুরুল হক ওরফে নূরাল পাগলা। পরে তার ভক্তরা দরবারের ভেতরে তাকে দাফন করে এবং কাবা শরীফের আদলে ১০-১২ ফুট উঁচু একটি স্থাপনা নির্মাণ করে। বিষয়টি নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র আপত্তি দেখা দেয়। শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বের হওয়া বিক্ষোভ শেষে দরবারে হামলা চালানো হয়। এসময় নূরাল পাগলের কবর ভেঙে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা।
