চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় শনিবার (৬ সেপ্টেম্বর) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর রোববার (৭ সেপ্টেম্বর) জনজীবন স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, সংঘর্ষের স্থান ও আশেপাশের এলাকা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক, দোকানপাট খুলে আছে এবং যান চলাচলও নিয়মিত চলছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়কের সংযোগের কারণে বাস স্ট্যান্ডে যথাসময়ে বাস ছেড়ে গেছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীসহ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ১৪৪ ধারা জারি করা হয়। ভোর ৫টা পর্যন্ত মাঠে টহল জারি ছিল। রোববার বিকেল ৪টায় দুই পক্ষকে নিয়ে মিটিংয়ে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, শনিবার রাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ আসলে তা খতিয়ে দেখা হবে।

প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, শনিবার ফেসবুকে একটি অবমাননাকর পোস্টের কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষ জড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ১৪৪ ধারা জারি করা হয় এবং অভিযান চালিয়ে ফটিকছড়ি থানা পুলিশ আরিয়ান ইব্রাহিম নামের একজনকে আটক করে।