সরিষাবাড়ীর ঝিনাই নদীতে নৌকা ডুবি: মৃত্যু ২, আহত ৪

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ

  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীর ধারাবর্ষা ঝিনাই নদীতে নৌকাবাইচ দেখার পর বাড়ি ফেরার পথে যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর ধারাবর্ষা ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে।

নৌকাডুবিতে ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) নিহত হন। এসময় তার মেয়ে শোভা আক্তার (১০) সহ কয়েকজন নিখোঁজ ছিলেন।

পরে আশংকা জনক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা ঝিনাই নদীতে তিন গ্রামের উদ্যোগে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার ১ম দিনের মতো নৌকাবাইচ ও গ্রামীণ মেলার উদ্বোধন হয়। হাজারো দর্শক এ প্রতিযোগিতা দেখতে আসে। খেলা শেষে সন্ধ্যা ৭টার দিকে খেয়াঘাটে পারাপার হতে আসেন তারা। 
এ সময় নৌকার মাঝি না থাকায় যাত্রীরা নিজে নৌকা চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। অতিরিক্ত যাত্রী ওঠায় নৌকাটি মাঝপথে ডুবে যায়।

পরে রাত ৮ টার দিকে মোর্শেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তার মেয়ে শোভা আক্তার (১০) সহ একাধিক যাত্রী নিখোঁজ ছিলেন। আহত হয়েছেন ৪ জন—সবুজ, জাহিদুল, শাহীনুর ও সুলতানা পারভীন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিখোঁজ শিশুটি শোভা আক্তারের মরদেহ উদ্ধার হয় ৩০ ঘণ্টা পর। রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত ১২ টা ১৫ মিনিটে উপজেলার বড়বাড়ীয়া বেলি ব্রিজ এলাকায় ভেসে ওঠে। স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে এবং স্বজনরা শনাক্ত করেন। আগে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়েও দিনভর সফল হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, হাসপাতালে পর্যায়ক্রমে ৫ জনকে আনা হয়েছিল। এর মধ্যে ১ নারী মৃত অবস্থায় ছিলেন এবং ৪ জন আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শনিবার সকাল থেকে নিখোঁজ শিশুটি উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। শনিবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।

রবিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে বেলি ব্রিজ এলাকায় শোভা আক্তারের মরদেহ ভেসে ওঠে এবং উদ্ধার করা হয়।