বরগুনায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪ | অনলাইন সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়ার মোল্লা বাড়ি থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রহস্যজনকভাবে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র এবং প্রাথমিক তদন্ত অনুযায়ী, পারিবারিক কলহের জেরেই হত্যা বা হত্যার পর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

নিহতরা হলেন খালেক মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩২) এবং তার স্ত্রী আকলিমা (২৭)। তাদের দুই মেয়ে রয়েছে; বড় মেয়ে সাদিয়া (৬) এবং ছোট মেয়ে আফসানা (১)।

স্থানীয়রা জানায়, সকালেই আকলিমার বড় মেয়ে সাদিয়া চাচাতো বোন রাজিয়া বেগমকে ডেকে আনে। রাজিয়া বেগম ঘরের মধ্যে ঢুকলে আকলিমার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে স্বপন মোল্লাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ এসে বিছানায় পড়ে থাকা আকলিমার মরদেহ ও ঝুলন্ত স্বপনের মরদেহ উদ্ধার করে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে এটি হত্যা নাকি হত্যার পর আত্মহত্যা, তা ময়না তদন্তের রিপোর্টের পরই নিশ্চিত হবে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জহিরুল ইসলাম হাওলাদার বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআই দুটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।