মুন্সীগঞ্জ জেলা যুবদলে মাসুদ রানার পদ স্থগিত, দায়িত্বে মুন্না

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত দলীয় প্যাডের চিঠিতে এই পদক্ষেপের তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই পদক্ষেপ কার্যকর করেছেন।

উল্লেখ্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশক্রমেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।